ফিফা বিশ্বকাপ ২০২৬ কনমেবল বাছাইপর্বে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিরা গ্রুপের শীর্ষে থেকেই ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলেন। ব্রাজিলের বিপক্ষে বিশাল জয়ে চার গোল করেছে আর্জেন্টিনা নিজেদের ফুটবলে আধিপত্য সুনিশ্চিত করেছে। খেলার ফাস্ট হাফেই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা তিন গোল করে। ম্যাচের চার মিনিটের মাথায় গোল পায় লিওনেল স্কালোনির দল। থিয়াগো আলমাদা পেনাল্টি এরিয়ায় একটি পাস খেলেন যা হুলিয়ান আলভারেজকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। আলভারেজের গোলের কয়েক মিনিট পরে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ব্রাজিলের হয়ে এরপর গোল করেন কুনহা। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনার ব্যবধান ৩-১ করেন। সেকেন্ড হাফে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন জিউলিয়ানো সিমিওনে (Giuliano Simeone) এবং ব্যবধান ৪-১ করেন।
