দেশ বিদেশ

২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষ! ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মার্কিন প্রশাসন

ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল আমেরিকায়। ভারতে এক সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু গৌতম আদানি নন, তাঁর ভাইপো সাগর আদানির নামেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পটিতে ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ করার যেত আর তার জন্যই ভারতের সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গ্রুপ । আদানি এবং তাঁর ভাইপো ছাড়াও আরও ছয়জনের নাম আছে এই গ্রেফতারি পরোয়ানায়। তাঁরা হলেন- আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র। এখনও আদানি গোষ্ঠীর তরফে এই পরোয়ানা নিয়ে কোনও মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানিকে একাধিকবার বিড়ম্বনায় ফেলেছে। তাঁ বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগ এনেছিল সংস্থাটি। এ নিয়ে উত্তাল হয়েছিল ভারতের সংসদ। আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ‘যোগাযোগ’ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। আসন্ন শীতকালীন অধিবেশনে গ্রেফতারি পরোয়ানা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী নেতারা শাসকদল এবং মোদিকে আক্রমণ করবেন তা বলাই বাহুল্য।