দিল্লির বিধানসভা ভোটে হেরে রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময়ে দাঁড়িয়ে আছেন আম আদমি পার্টির সুপ্রিমো, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী, নতুন দিল্লি আসনে পরাজিত হয়ে বিধায়ক পদটাও খুইয়েছেন কেজরিওয়াল। আগামী দিনে তাঁর নিজের দল অটুট থাকবে কি না এবং কোন পথে এগোলে তাঁর নিজের এবং গোটা দলের ভালো হবে, তা নিয়ে এখন বেশ কিছুটা দ্বিধাগ্রস্ত তিনি। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর থেকে ‘টিপস’ নিয়ে এগনোর কথা ভাবছেন কেজরি, নয়াদিল্লিতে এমনই দাবি আপ সূত্রের। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে ইংল্যান্ডে যাবেন বলে ঠিক আছে। ফেরার কথা চলতি মাসের শেষে। মুখ্যমন্ত্রী দেশে ফেরার কিছুদিনের মধ্যেই এপ্রিলে কলকাতায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আপ সুপ্রিমো।
