মুম্বইয়ের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে আর হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্র আরিয়ানকে ৷ আজ বোম্বে হাইকোর্টের তরফে তাঁকে স্বস্তি দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা ৷ সেই মামলায় প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পান আরিয়ান ৷ সেই সময় বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রত্যেক শুক্রবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে আরিয়ানকে ৷ সম্প্রতি সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন আরিয়ানের আইনজীবী৷ আজ সেই আর্জি মঞ্জুর হয়েছে ৷ তবে শুক্রবার করে হাজিরা থেকে ছাড় পেলেও শর্ত চাপানো হয়েছে আরিয়ানের উপর ৷ বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, মাদক মামলায় বিশেষ তদন্তকারী দল যখনই আরিয়ানকে দিল্লিতে তলব করবে, তখন তাঁকে হাজিরা দিতে হবে ৷ বম্বে হাইকোর্টে আবেদনে আরিয়ান জানিয়ে ছিলেন, প্রত্যেক শুক্রবার করে হাজিরার সময় তাঁকে সংবাদমাধ্যম এবং পুলিশ কর্মীরা ঘিরে ধরছে ৷ এই পরিস্থিতিতে এই মামলার তদন্ত দিল্লির বিশেষ তদন্তকারী দল করছে ৷ তাই তাঁকে মুম্বই দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হোক ৷ মুম্বই আদালত সেই আবেদন মঞ্জুর করেছে ৷