দেশ

অন্ধ্রপ্রদেশে করোনা ভ্যাকসিন নেওয়ার ৫দিন পর আশা-কর্মীর মৃত্যু!

এবার করোনা ভ্যাকসিন নেওয়ার ৬দিন পর মৃত্যু! টিকা নেওয়ার ৫দিন পরই আশা কর্মীর মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশের গুণ্টুরে। ঘটনার প্রতিবাদে গুণ্টুরের গর্ভনমেন্ট জেনারেল হাসপাতালে রবিবার বিক্ষোভও দেখান আশাকর্মীরা। হাসপাতালে জেলাশাসক গেলে তাঁর সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তবে মৃত ওই আশা কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, বাড়ি তৈরির জন্য জমি ও এক জনের চাকরির আশ্বাস দিয়েছেন জেলাশাসক। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ব্রেন স্ট্রোক উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও নির্দিষ্ট করে মৃত্যুর কারণ জানা যাবে। টিকার কারণেই মৃত্যু বলে মানতে চাননি জেলাশাসক।  জানা গিয়েছে, বিজয়লক্ষ্মী নামে ৪২ বছরের ওই আশাকর্মী ১৮ জানুয়ারি কোভিড টিকা নেন। আর সেই টিকা নেওয়ার দিন তিনেক পরই অসুস্থ হয়ে পড়েন। পরে অজ্ঞান হয়ে যান তিনি।তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় গুণ্টুর গভর্নমেন্ট হাসপাতালে। রবিবার ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।