অভিযুক্ত আশিস মিশ্রকে শনিবার অধিক রাতে কোর্টে পেশ করা হয়েছে ৷ ৩ অক্টোবর লখিমপুর কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত ৷ ৩ অক্টোবর লখিমপুর খেরিতে ৮ জনের মারা যাওয়ার ঘটনা নিয়ে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিসকে ৷ কিন্তু সে তদন্তে অসহযোগিতা করছে, এই অভিযোগ তোলেন সিট প্রধান উপেন্দ্র আগরওয়াল৷ তাই তাকে গ্রেফতার করার কথা ঘোষণা করেন তিনি ৷ সিনিয়র প্রসিকিউশন আধিকারিক এসপি যাদব জানিয়েছেন, একটি মেডিক্যাল টিম অভিযুক্ত আশিসের স্বাস্থ্য পরীক্ষা করে ৷ তার পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় ৷ তিনি অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ম্যাজিস্ট্রেটের কাছে আশিস মিশ্রকে পুলিশি হেফাজতে রাখার একটি আবেদন জমা দেওয়া হয়েছে ৷ সোমবার সকাল ১১টায় তার শুনানি হবে ৷ এলাকায় আশিস মিশ্র ‘মনু ভাইয়া’ নামেও পরিচিত ৷ জেলার কারাগারেই রাত কেটেছে মন্ত্রীপুত্রের ৷ শুক্রবার দ্বিতীয়বার সমন পাঠানোর পর শনিবার সকাল ১১টা নাগাদ লখিমপুর খেরির পুলিশ লাইনে হাজিরা দেয় আশিস ৷ বাবা রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির লোকসভা কেন্দ্র খেরির রাজনৈতিক কাজকর্ম দেখাশোনা করে আশিস ৷