তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, মোদি ঘনিষ্ঠ এই অর্থনীতিবিদ নাকি এবার জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন। তাঁর জন্য নাকি তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও একটি বৈঠক সেরে ফেলেছেন। কিন্তু মঙ্গলবার সেই অশোক লাহিড়ীই সাংবাদিক বৈঠক ছেড়ে জানিয়ে দিলেন, এই খবর নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি বিজেপিতেই ছিলেন, আছেন, থাকবেন। এদিনের সাংবাদিক বৈঠকে আশোকবাবু জানান, ‘আমি ঝরা মুকুল নই, হওয়ার ইচ্ছাও নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। এটা নিছকই গুজব যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি। বিজেপি আমাকে বিধায়ক বানিয়েছে। আমি দেশের অর্থ কমিশনের সদস্য। পশ্চিমবঙ্গ সরকার যদি আমার পরামর্শ চায় আমি নিশ্চয়ই তা দেব। কিন্তু আমি তৃণমূলে যোগ দিচ্ছি না, দেবও না। বিজেপি আগামী ৫ বছর যদি বিরোধী দলের আসনে বসে, আমিও সেখানেই বসবো।’