সারদা কাণ্ডে দুটি অডিও ক্লি ক ও পেয়েছিলো সিবিআই। সুদীপ্ত ও দেবযানীর কিছু ফোন কল তাতে রেকর্ডিং হয়েছিল যা এখন রয়েছে সিবিআইয়ের। সেই রেকর্ডিংয়ে সারদার কোনও অভিযুক্তের গলা আছে কিনা যাচাই করতে এদিন আসিফ খানকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে সিবিআই। সেই ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে এসেছেন আসিফ খান। বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পরে বেড়িয়ে আসেন আসিফ। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমাকে আজকে ডেকে ছিল ভয়েস স্যাম্পেলের জন্য। সেই ভয়েস স্যাম্পেল নিয়েছেব ওরা। ওনারা ফরেন্সিককে পাঠাবেন। সেই জন্য ডেকেছিলেন। কারণ বলা হয়নি কেসের একটা পার্ট। হয়তো আমার কথাবার্তা কারোর সঙ্গে হয়েছে সেই সময়। মনে করতে পারছি না।’ আসিফ আরও জানিয়ে বলেন, ‘ছয় সাত বছর আগেকার ঘটনা। ঠিক মনে নেই। তবুও আমি ভয়েস স্যাম্পেল দিলাম। ওনারা দেখে বলুক কোথাকার কি আছে। কেস ফাইনাল চার্জশিটে আছে। এই সময় আমার জিজ্ঞাসা করাও ঠিক নয় কেন নেবেন কি কারণে নেবেন, কি কারবে নেবেন। আমার সারদাতে কোনও রোল নেই। আমি ততটাই কাজ করেছি যতটা আমাকে বলা হয়েছিল। এর বেশি আমার কিছু করার নেই। যতটা করেছি এতটা ওনারাও জিজ্ঞাসা করেছেন। এনাদেরও বলেছি। তদন্তে যেখানে যা সাপোর্ট লাগবে যখন লাগবে এনারা যদি মনে করেন ডেকে পাঠাবেন আমি আসবো। আমার মনে হচ্ছে যাদের ভয়েস আছে তাদের আইডেন্টিফাই করে ফেলেছেন এনারা। তাদের মধ্যে একটা লোককে দিয়ে আইডেন্টিফাই করতে হয়। সেই কারণে আমাকে নিল। এটা কোথাকার মিটিং কি মিটিং আমার জানা সম্ভব নয়। আমি তখন ফুল দমে মুকুল রায়ের সঙ্গে পার্টি করি।’