দেশ

বন্যা বিধ্বস্ত অসম, জলের তলায় প্রায় ২৫৩টি গ্রাম

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ এখনও রাজ্যের ২৫৩টি গ্রাম জলে ডুবে আছে ৷ ক্ষতি হয়েছে ২১ হাজার গবাদি পশুর ৷ ১ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি জলের তলায় ৷