দেশ বন্যা বিধ্বস্ত অসম, জলের তলায় প্রায় ২৫৩টি গ্রাম Posted on June 30, 2023June 30, 2023 Author বঙ্গনিউজ Comments Off on বন্যা বিধ্বস্ত অসম, জলের তলায় প্রায় ২৫৩টি গ্রাম অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ এখনও রাজ্যের ২৫৩টি গ্রাম জলে ডুবে আছে ৷ ক্ষতি হয়েছে ২১ হাজার গবাদি পশুর ৷ ১ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি জলের তলায় ৷