আগামী ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে ঘর গোচাতে কোমর কষে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই ত্রিপুরা, উত্তরপ্রদেশ, তামিলনাডু সহ একাধিক রাজ্যে তৃণমূলের দলীয় কার্যালয় খোলা হয়েছে। এবার বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি অসমেও নজর দিলেন তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, আসমের বরাক উপত্যকা সহ বিস্তীর্ণ এলাকায় যে হেতু প্রচুর সংখ্যক বাঙালি রয়েছে, সে কথা মাথায় রেখেই ওই রাজ্যে সংগঠন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোকরাঝাড়ের নির্দল সাংসদ নবকুমার সারানিয়াকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ৫২ বছর বয়সী সারানিয়া গত ২০১৪ সালে প্রথম কোকরাঝাড় লোকসভা আসন থেকে জিতে সাংসদ হন। ২০১৯ সালের ভোটে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হন। কম বয়স এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে কোকরাঝাড় এবং বাকসা জেলার সাধারণ মানুষের কাছে তিনি যথেষ্টই জনপ্রিয়। সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন নবকুমার সারানিয়া। সোমবার সকালে সংবাদমাধ্যমের কাছে তাঁর তৃণমূলে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘অসমের তৃণমূল নেতারা আমাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অসমে দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। তাঁদের প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি।লোকসভার অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদদের সঙ্গেও এ বিষয়ে আমি কথা বলব। আশা করছি আলোচনা ফলপ্রসূ হবে।’ সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লিতে এসে অসমের নির্দল সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।’