গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চাঁদমারি ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক (যাদের বয়স ১৮ থেকে ২০র মধ্যে) এদিন গঙ্গার ঘাটে নেমেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে তলিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ দুই ছাত্রের বাড়ির লোককে অতি দ্রুত কলকাতায় আসার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী তৃতীয় সঙ্গী অভিযোগ করেন ,তার দুই বন্ধু যখন গঙ্গার জলে ডুবে যাচ্ছিল সেই সময় সে গঙ্গার ঘাটে উপস্থিত সাধারণ মানুষকে তাদের উদ্ধার করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নি। সে সাঁতার জানে না তাই জামা কাপড় ও ব্যাগ নিয়ে গঙ্গার ঘাটে বসেছিল।