রাজ্য সরকারকে এরিয়ে গায়ের জোরে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর জেরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যকে তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন বোস। আচার্য পদের অপব্যবহার করে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে কার্যত ধ্বংস করতে চাইছেন তিনি। এবার রাজ্যপালের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে রাজভবনের বাইরে ধরনায় বসতে চলেছে উপাচার্যদের সংগঠন এডুকেশনিস্ট ফোরাম। আগামিকাল, শুক্রবার সকাল ১১টায় রাজভবনের সামনে ধরনায় বসতে চলেছেন উপাচার্যরা। রাজভবনের নর্থ গেটের বিপরীতে মৌন প্রতিবাদে বসবেন উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা। এর আগে আনন্দ বোসের এমন স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষায় অচলাবস্থা তৈরি করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর করছেন না তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে রাজ্য সরকারকে সম্মান করছেন না। বিজেপির দালালি করতে গিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টায় রয়েছেন তিনি। রাজ্যপাল মিথ্যাচার ও কুৎসায় মেতেছেন। এসবের প্রতিবাদে রাজভবনের সামনে মৌন ধরনায় বসবে উপাচার্যদের একাংশ।