বিদেশ

হাইতিতে ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত ৬২, ভস্মীভূত ৪০টি বাড়ি

হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন অন্তত ৬২ জন। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে এমন আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের অন্তত ৪০টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ক্যারিবিয়ান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ হাইতিয়ানে ঘটেছে এই ভয়ংকর দুর্ঘটনা। জানা যাচ্ছে, মঙ্গলবার মধ্যরাতে গ্যাসোলিনবাহী একটি ট্রাক আচমকাই রাস্তার মধ্যে উলটে যায়। আর তাতেই বিস্ফোরণ ঘটে যায়। এরপরই ওই অঞ্চল কার্যত শ্মশানে পরিণত হয়। চারপাশে কেবলইমৃত্যুর স্তূপ। বহু দেহ বিস্ফোরণে পুড়ে সাদা ছাই হয়ে গিয়েছে বলেও জানাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় হাসপাতালগুলিতে ভরতি করা হয়েছে আহতদের। কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। সেদেশের প্রধানমন্ত্রী অ্যারিযেল হেনরি ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আগামী ৩ দিন দেশে শোকপালন চলবে বলে জানিয়েছে প্রশাসন।