বিদেশ

ফের মায়ানমারের খনিতে ধস, মৃত ১, নিখোঁজ ৭০

মায়ানমারে পাথরের খনিতে ধস ৷  খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে ৭০ জনের৷ ধবার উত্তর মায়ানমারে একটি জেড খনিতে ভূমিধসের ফলে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০ জন। কাচিন রাজ্যের হপাকান্ত এলাকার ওই খনিতে ভোর ৪টে নাগাদ ভূমিধস হয়। উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদসংস্থা-কে জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের অধিকাংশই অবৈধ জেড খনির শ্রমিক বলে মনে করা হচ্ছে। মায়ানমা বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস। কিন্তু এখানকার খনিগুলিকে বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। হপাকান্তে জেড মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে।