এবার শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন হবে না। করোনা আবহে এবছর শান্তিনিকেতনে পৌষমেলা বাতিলের সিদ্ধান্তেই অটল রইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানানো হয়েছে, বিশ্বভারতীর শতবর্ষ পালন অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। সেই দিনেই সূচনা হবে বিশ্বভারতীর শতবর্ষ উত্যাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক-সহ শিক্ষাবিদ এবং বিশিষ্টেরা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদীকে। তবে ওই সূত্র জানাচ্ছে, তিনি সম্ভবত আসতে পারবেন না। সে ক্ষেত্রে অনুষ্ঠানে তাঁর ভার্চুয়াল বক্তৃতার ব্যবস্থা হবে।