দেশ

বিমানের জ্বালানির দাম ২ শতাংশ বাড়লো

আরও দামি হতে চলেছে বিমান সফর ৷ শুক্রবার বিমানের জ্বালানির দাম ২ শতাংশ বাড়লো ৷ চলতি বছরে এই নিয়ে টানা ৭ বার বেড়ে সর্বকালীন উচ্চতায় পৌঁছল বিমানের জ্বালানির দাম ৷ তাই বলাই বাহুল্য যে বিমানের টিকিটের দামে তার প্রভাব পড়তে চলেছে ৷ জ্বালানির রিটেইলারের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল প্রতি কিলোলিটারে ২২৫৮.৫৪ টাকা অর্থাৎ ২% বেড়েছে ৷ ফলে দিল্লিতে বিমানের জ্বালানির দাম হয়েছে প্রতি কিলোলিটারে ১,১২,৯২৪.৮৩ টাকা ৷