দেশ

‘বিজেপিতে যোগ না দিলে আপের রাঘব চাড্ডা সহ আরও ৪ নেতাকে গ্রেফতার করা হবে’, অভিযোগ আতীশির

আপের আরও চার নেতাকে গ্রেফতার করা হবে আগামী দুমাসের মধ্যে। মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন আপ নেত্রী আতীশি। তাঁর আরও অভিযোগ, বিজেপি আপকে ধ্বংসের খেলায় মেতেছে। এই চারজনের তালিকায় তাঁর নিজের নাম রয়েছে বলে জানান আতীশি। তিনি ছাড়া এই তালিকায় নাম রয়েছে দিল্লির মন্ত্রী সৌরভ ভারদ্বাজ, আপের সাংসদ রাঘব চড্ডা এবং আপের বিধায়ক দুর্গেশ পাঠক। এদিন সাংবাদিক সম্মেলনে আতীশি বলেন, বিজেপির পক্ষ থেকে তাঁকে বিজেপিতে যোগদানের কথা বলা হয়েছে। যদি তা না করা হয় তবে আগামী এক মাসের মধ্যে তাঁকে গ্রেফতার করবে ইডি। এদিন বিজেপিকে চড়া সুরে আক্রমণ করে আতীশি বলেন, আপের প্রথম সারির নেতাদের ইতিমধ্যেই জেরে ভরা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সত্যেন্দ্র জৈন, মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আগামী দুমাসের মধ্যেই আপের আরও চার নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর বিজেপি ভেবেছিল আপ ছিন্নভিন্ন হয়ে যাবে। তবে রবিবার রামলীলা ময়দানের সভা দেখার পর বিজেপির মনে হয়েছে আরও নেতাদের গ্রেফতার করতে হবে।