কলকাতা

মুকুন্দপুরে ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীর গলায় অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত

সোনার দোকানে লুটের চেষ্টা। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজারে এই ঘটনা ঘটে। দোকানের মালিক সঞ্জয় সরকার বাধা দিতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। যদিও স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে, পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে দুই যুবক আসে। ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকে। এর পরই লুঠপাটের চেষ্টা করে। দোকানি বাধা দিতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় এক ব্যবসায়ী জানান, দোকানের মালিক ওদের ধরে ফেলে। এর পরই দোকানের মালিকের গলায় ছুরি চালিয়ে দেয়। তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে যায়। দু’জনকে ধরেও ফেলে। দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকার লোকজনের বক্তব্য, কেউই স্থানীয় নয়। দু’জনই বাইরের। দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকার লোকজনের বক্তব্য, কেউই স্থানীয় নয়। দু’জনই বাইরের। তাঁরা জানান, কোনও দিন এলাকায় এরকম ঘটনা ঘটেনি। সাত সকালে ভরা বাজারে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। রাত ১২টা পর্যন্তও এখানে নিশ্চিন্তে চলা ফেরা করা যায় বলেও দাবি তাঁদের। এক প্রত্যক্ষদর্শী জানান, দোকানের মালিকের চিৎকার শুনে ছুটি আসেন তিনি। দেখেন, গলা রক্তে ভেসে যাচ্ছে। দোকান মালিকেরই গায়ের গেঞ্জি, রুমাল দিয়ে তাঁর গলা চেপে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।