টোকিয়ো প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন অবনী লেখারা। সোনার পদক এনে দিলেন দেশকে। ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন। তবে, শুধু জেতাই নয়, ইতিহাস গড়ে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং SH-1-এ সোনা জিতলেন অবনী। তাঁর এই কৃতিত্ব মহিলাদের এয়ার রাইফেল শ্যুটিংয়ের Rank-2-তে বিশ্ব রেকর্ডও বটে। কারণ ২৪৯.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন লেখারা। যা রেকর্ড প্যারালিম্পিক্সে।