চশমায় গোপন ক্যামেরা লাগিয়ে রাম মন্দিরের ভিতরে রাম লালার ছবি তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ যদিও কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে যায় তাঁর চালাকি ৷ ঘটনাটি নজরে আসতেই তাঁকে আটক করেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা ৷ পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ কিন্তু, বছরের শুরুতে রাম মন্দিরের নিরাপত্তায় এতো বড় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, গুজরাতের ভাদোদরার বাসিন্দা জানি জয়কুমার ৷ পেশায় ব্যবসায়ী ৷ বছরের শুরুতে স্ত্রী’কে নিয়ে ভগবান রামের দর্শন করতে অযোধ্যায় আসেন ৷ সোমবার বিকেল ৩টে নাগাদ মন্দিরের সিংহদুয়ারের ভিতরে প্রবেশ করেন তিনি ৷ অভিযোগ, সেই সময় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চশমার গোপন ক্যামেরা দিয়ে ভগবান রামের ছবি তোলেন তিনি ৷ এসপি সিকিউরিটি বলরামচারি দুবে জানান, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চশমাটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা ৷ বেশ কয়েকটি ছবি তোলার পর বিষয়টি নজরে আসে এসএসএফ নিরাপত্তারক্ষী অনুরাগ বাজপেয়ির ৷ অভিযুক্ত যুবকের ক্যামেরার ফ্ল্যাশ লাইট দেখে সন্দেহ হয় তাঁর ৷ সঙ্গে সঙ্গে মন্দিরের অ্যালামও বেজে ওঠে ৷ মন্দিরে উপস্থিত পুলিশকর্মীদের খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে ৷ তল্লাশি চালানো হয় ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, গোপন ক্যামেরার সাহায্যে রাম লালার বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি ৷ জানা গিয়েছে, যুবকের কোনও ক্রিমানাল রেকর্ড না-থাকায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷