জেলা

‘কান টানলে মাথা আসবে’, অভিষেকের স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে কটাক্ষ বাবুলের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে উঠছে নানান রকম প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সিবিআইয়ের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করতে চান এমনটাই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, এই কথা আমি ২০১৭ সালে বলেছিলাম। তার জন্য আমার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল। তবে সিবিআই ঠিক জায়গায় পৌঁছেছে। কয়লা ,বালিপাচার কান্ডে কে ক্যাপটেনশিপ করছিল সেই বিষয়ে শুধু আমরা কেন বিভিন্ন দল প্রশ্ন তুলেছিল। কান টানলে মাথা আসবে বলে আজ দাবি জানান বাবুল সুপ্রিয়। বিজেপির পক্ষ থেকে যখন বলা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সিবিআই তখন আবার তৃণমূল নেতৃত্ব দাবি রাখছেন, প্রতিহিংসাপরায়ণ, প্রতিহিংসামূলক কাজ করছে বিজেপি। ভোটের আগে ভয় দেখাতেই বিজেপি সিবিআইকে কাজে লাগাচ্ছে।