দেশ

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, শুভেন্দুর বাবা- ভাইয়ের ইস্তফার নিয়ে প্রশ্ন তুললেন বিঁধলেন বিরোধী দলনেতাকে

সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। আজ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোল কেন্দ্রের সাংসদপদ থেকে ইস্তফাপত্র দেন তিনি।  কিছুদিন আগেই দু’বারের বিজেপি সাংসদ বাবুল তৃণমূলে যোগ দিয়েছেন। সাংসদপদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। বাবুলের প্রশ্ন, এখন কি শুভেন্দু অধিকারী তাঁর বাবা ও ভাইকে সাংসদপদ ছাড়তে বলবেন? উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ।