দেশ

মার্চের শুরুতে হতে পারে আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই এ রাজ্যের ২টি কেন্দ্রে উপনির্বাচন সেরে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী ৭ মার্চ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রে উপনির্বাচন করানোর উদ্যোগ নিচ্ছে তারা। কমিশন সূত্রেই মঙ্গলবার একথা জানানো হয়েছে। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভাষা ভবনে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রীয় উপনির্বাচন দিনক্ষণের আভাস দেওয়া হয়। সরস্বতীর পুজোর ঠিক পরেই অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দুই কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ মার্চ আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে সেখানে ৷ সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এবং বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করায় যথাক্রমে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই তা সেরে ফেলতে উদ্যোগী কমিশন ৷