সম্প্রতি জাফর এক্সপ্রেসে হামলার পর রবিবার পাক সেনা কনভয়ে হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল পাক সেনার একটি কনভয়। সেই কনভয়ে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি। পাক সেনার দাবি ওই হামলায় মৃত্যু হয়েছে ৭ পাক সেনার। আহত হয়েছেন ২১ জন। তবে বালোচ লিবারেশন আর্মির(বিএলএ) দাবি, হামলায় উড়ে গিয়েছেন কমপক্ষে ৯০ পাক সেনা। পাক সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পাক সেনার একটি কনভয় কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল। পথে সেটিকে ধাক্কা মারে আইইডি ভর্তি একটি গাড়ি। সঙ্গে সঙ্গেই সেনার একটি গাড়ি উড়ে যায়। কনভয়ে ছিল ৭টি বাস ও দুটি টার চাকার গাড়ি। একটি গাড়িতে গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এলাকা থেকে আহত সেনাদের তুলে আনে সেনার হেলিকপ্টার। ড্রোন উড়িয়ে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পুলিসের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত এটি একটি সুইসাইড অ্যাটাক। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
