দেশ

ল্যাপটপ, ট্যাবলেট আমদানির উপর নিষেধাজ্ঞা আপাতত স্থগিত

ল্যাপটপ, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার আমদানিতে বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছিল কেন্দ্র। গত বৃহস্পতিবার কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড নোটিস জারি করে ওই সব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল। যা আপাতত স্থগিত করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই নিয়ম লাগু করা হচ্ছে না। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের তরফে। তবে চলতি বছরে ১ নভেম্বর থেকে এই পণ্য গুলি আমদানি করতে কোম্পানি গুলির নতুন লাইসেন্স লাগবে। যা শর্তসাপেক্ষে দেবে কেন্দ্রীয় সরকার।