জেলা

আরজিকরের প্রতিবাদে সামিল হওয়ায় শাস্তির মুখে দুই ছাত্রী

আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া দুই ছাত্রীকে ক্লাসে ঢুকতে না দেওয়ার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারদামণি কলেজে। অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডুকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ওই কলেজের ভূগোল বিভাগের প্রধান শ্যামল সাঁতরা ক্লাসে ঢুকতে দেননি বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। তারা বিষয়টিকে ‘থ্রেট কালচার’ বলে উল্লেখ করেছেন। অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই ওই দুই ছাত্রীকে ক্লাস থেকে বার করে দিয়েছেন শ্যামল সাঁতরা। অপর্ণা মণ্ডল বাঁকুড়ার সারদামণি কলেজে ভূগোল বিভাগের পঞ্চম সিমেস্টার এবং প্রেয়সী টুডু তৃতীয় সিমেস্টারের ছাত্রী। অপর্ণার অভিযোগ, ‘আমরা আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাস্তায় স্লোগান লিখি। ওই ঘটনার প্রতিবাদ করায় কলেজ থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমরা কর্মসূচি নিয়েছিলাম কলেজের বাইরে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ক্লাস থেকে বার করে দিয়েছেন শ্যামল সাঁতরা। আমরা প্রশ্ন করলে তিনি বলেন যেহেতু আমরা বাইরে আরজি কর নিয়ে আন্দোলন করেছি তাই আমাদের ক্লাস থেকে বার করা হচ্ছে।’