জেলা

চুরির অভিযোগে ধৃত যুবকের মৃত্যু, কুলটির বরাকরের পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, ইঁট বৃষ্টি, গাড়িতে আগুন

পুলিশি হেফাজতে থাকাকালীন যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র কুলটির বরাকর।স্থানীয়দের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে ধৃত যুবকের। প্রতিবাদে আজ দুপুরে বরাকরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয় উন্মত্ত জনতা। পুলিশ ফাঁড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে চলে ইঁট বৃষ্টি। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠি চালায়, টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ফলে বরাকরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জানা গিয়েছে, সোমবার রাতে বরাকর এলাকা থেকে মহম্মদ আরমান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে থানাতে যান ধৃতের পরিবারের সদস্যরা। সেখানেই তাঁরাল জানতে পারেন যে, আরমানকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁরা হাসপাতালে গিয়ে জানতে পারেন ধৃতের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামে। বাড়তি ফোর্স আসে আসানসোল থেকে । রয়েছে ব়্যাফও। ধৃতের বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।