দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, গত ১৯ জুলাই থেকে এই ওয়েব সিরিজটির শ্যুটিং শুরু হয়েছিল। বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে পুরনো রাজবাড়িতে গতকাল, শুক্রবার সন্ধ্যাতেও শ্যুটিংয়ের কাজ চলছিল। সেই সময় একটি লাইট স্ট্যান্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ওই প্রোডাকশনের কর্মী রাজু মন্ডল। রাজু মন্ডলের বাড়ি কলকাতার বাবুরাম ঘোষ রোডে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকালই একদিনের জন্য প্রোডাকশনের কাজ করতে এসেছিলেন রাজু ও তার ভাই রাজা। মৃত যুবক রাজু মন্ডলের ভাই রাজা মন্ডলের দাবি তিনি লাইটের কেয়ারটেকারকে জানিয়েছিলেন যে একটি লাইট স্ট্যান্ড বডি হয়ে গিয়েছে। অরিজিৎ দত্ত নামে ওই কেয়ারটেকার জোর করে তার দাদাকে সেই বডি হওয়া লাইট স্ট্যান্ডটি ধরতে বাধ্য করে বলে অভিযোগ। আর তার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ঠ হন রাজু মন্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত রাজু মন্ডল তিনমাস আগে বিয়ে করেছিল। তার স্ত্রী গর্ভবতী। রাজু মন্ডলের এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না তার পরিবার। পাশাপাশি এটিকে একটি খুন বলেও দাবি করেন তাঁরা। গতকাল রাতেই বারুইপুর থানার পুলিস শ্যুটিং স্থলে যান। উপস্থিত প্রত্যক্ষদর্শী, শিল্পী, টেকনিশিয়ান ও প্রোডিউসারদের জিজ্ঞাসাবাদও করেন। যদিও দুর্ঘটনার পর লাইট কেয়ারটেকারকে এলাকায় দেখা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস।