বাটলা হাউস এনকাউন্টারের ঘটনায় ইনস্পেক্টর মোহনচাঁদ শর্মা হত্যার অপরাধে আরিজ খানকে মৃত্যুদণ্ড দিল দিল্লি আদালত। অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সন্দীপ যাদব এই হত্যাকে বিরলের মধ্যে বিরলতম বলে অভিহিত করেছেন। ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লিতে একের পর এক বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যু হয়, আহত হয় দেড়শোর বেশি। ১৯ সেপ্টেম্বর ইনস্পেক্টর মোহনচাঁদ শর্মা খবর পান বিস্ফোরণে জড়িত জঙ্গিরা বাটলা হাউসে আত্মগোপন করে আছে। সেই বাড়ি হানা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, মৃত্যু হয় মোহনচাঁদের। অভিযুক্ত দু’জনের গুলি লাগে, চিকিত্সা চলাকালীন মারা যায় তারা। আরও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়।