খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিত শর্মাদের ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ, ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি। পরপর দু’বছরের মধ্যে দুটি আইসিসির কাপ ঘরে তুলেছে ভারত। খরা কাটিয়ে ক্রিকেটের পৃথক দুই ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মারা। অধিনায়ক হিসেবে নিজের সেরাটা মেলা ধরে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ‘হিটম্যান’ রোহিত। এই মুহূর্তে ভারতীয় পুরুষ ক্রিকেট দল যে বিশ্বের মধ্যে অন্যতম সেরা, সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে আট থেকে আশি। রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার থেকে হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি কিংবা কুলদীপ যাদব। সকলের অনবদ্য পারফরম্যান্সের জেরে প্রতিপক্ষরা দুরমুশ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ না হেরে নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে জয়ের মুকুট পড়েছে রোহিত ব্রিগেড। এই জয়ের জন্য এবার তাঁদের বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  বিসিসিআইয়ের তরফে আজ, বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সবাই মিলে পরিশ্রম করে যে অসাধ্য সাধন করেছে তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত গোটা প্রতিযোগিতায় শাসন করেছে। বাংলাদেশের বিরুদ্ধে ছয় উইকেটে জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিরুদ্ধেও ছয় উইকেটে জয়। এই ছন্দ ধরে রেখেই তারা নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে চার উইকেটে হারিয়েছে।’ বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুধুই ক্রিকেটারদের মধ্যেই নয়, এই পুরস্কারমূল্য সাপোর্ট স্টাফ, কোচ ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়াও অজিত আগারকর সহ নির্বাচক কমিটির সদস্যদের মধ্যেও ভাগ করে দেওয়া হবে এই টাকা।