কলকাতা

‘মাস্ক ছাড়া রাস্তায় ঘোরা অপরাধ’, পুজোর আগে করোনা সতর্কতায় কড়া বার্তা ফিরহাদ হাকিমের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান, করোনা তৃতীয় ঢেউ আসার আগে কতটা প্রস্তুত কলকাতা পুরসভা, ফিরহাদ হাকিম জানান, ‘করোনা তৃতীয় ঢেউ আসার আগেই কলকাতা কর্পোরেশন প্রস্তুতি সেরে ফেলতে চাইছে। তার প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। তৃতীয় ঢেউ আসলে কিভাবে শিশুদের চিকিত্‍সা করতে হবে তা নিয়ে কলকাতা কর্পোরেশনের চিকিত্‍সকদের ট্রেনিং দেওয়া হয়েছে’ বলে জানান ফিরহাদ হাকিম। তিনি আরও জানান, ‘শিশুদের খুব বেশি ভয়ের কোনো কারণ নেই, যদি তাদের শরীরে অন্য কোনো রোগ না থাকে, তাহলে শুধু কোভিডের জন্য শিশুদের ভয়ের কোনে কারণ নেই।’ পাশাপাশি ফিরহাদ হাকিম আরও বলেন, ‘বাচ্চাদের জন্য আলাদা সেফহোম তৈরি করা হচ্ছে। যেখানে তাদের আইসোলেশনে রাখা হবে। সব মিলিয়ে কলকাতা পৌরসভার তরফে প্রস্তুতি রাখা হচ্ছে যাতে তৃতীয় ঢেউ আসলে বাচ্চারা কোনভাবেই সমস্যায় না পড়েন’। একইসঙ্গে তিনি জানান, ‘দুর্গা পুজো আসছে, দেখা যাচ্ছে প্রচুর মানুষ মাস্ক ছাড়া বেরিয়ে পড়ছেন বাইরে। তাই কলকাতায় সকলকেই মাক্স বাধ্যতামূলক করতে হবে। কলকাতা নিউমার্কেট গড়িয়াহাট হাতিবাগান সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে কলকাতা কর্পোরেশন অভিযান চালাবে। সেই সঙ্গে নিউ মার্কেট এবং কলকাতার রাস্তায় হকারদের মাস্ক বাধ্যতামূলক এবং কাস্টমারদেরও মাক্স পড়তে হবে।যদি কেউ এই মাষ্ক না পড়েন তাহলে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেবে’ বলে জানান ফিরহাদ হাকিম। পাশাপাশি মাইকিং চালানো হবে বলেও জানান তিনি।এর পাশাপাশি ফিরহাদ হাকিম আরও জানান, ‘যদি দেখা যায় কোনো দোকানে ক্রেতারা মাস্ক ছাড়াই রয়েছেন তাহলে সেই দোকানের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার’ ইঙ্গিত দেন ফিরহাদ হাকিম।এছাড়া, পুজোর আগে মার্কেটে মার্কেটে স্যানিটাইজেশনের কাজও চালানো হবে বলে জানান কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, ‘মাস্ক ছাড়া রাস্তায় ঘোরা আজকের দিনে অপরাধ।’ একইসঙ্গে ফিরহাদ হাকিম জানান, ‘সরকারি বাস এবং বেসরকারি বাসে এবার থেকে ‘নো এন্ট্রি উইদআইট মাস্কের’ স্টিকার লাগানো হবে।’