দেশ

উদ্বোধন হওয়ার আগেই খড়গপুর আইআইটির তৈরি বিসি রায়ের হাসপাতালের নাম বদলে হল শ্যামাপ্রসাদের নামে

উদ্বোধন হওয়ার আগেই বদলে গেল খড়গপুর আইআইটির তৈরি হাসপাতালের নাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতাল হবে বিসি রায়ের বদলে। বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতাল হওয়ার কথা ছিল এই হাপাতালের নাম। তার বদলে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। ২৩ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ঠিক তার আগেই বদলে ফেলা হল জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে এই হাসপাতাল তৈরি করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। ৭৫০ শয্যার হাসপাতাল তৈরিতে খরচ হয়েছে ২৫০ কোটি টাকা।  বিধানচন্দ্র রায়ের নামের বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিয়ে হাসপাতাল করায় এনিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।