আগামীকালই নিট পরীক্ষা। তার আগে রাজ্যের ৩৬০ সহ গোটা দেশের ২০ হাজার ৫০২ জন পরীক্ষার্থীর কেন্দ্র বদল করা হল। নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। কিন্তু, শেষ মুহূর্তে কেন পরীক্ষা কেন্দ্র বদল? এনটিএর তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা তাঁদের কেন্দ্র বদলের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র বদল করা হচ্ছে, তাই আয়োজক সংস্থার পক্ষ থেকে ফোন করে অথবা ই-মেল মারফৎ সকল ছাত্রছাত্রীদের তাঁদের নয়া পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত করা হয়েছে। ডাউনলোড করতে হবে নতুন অ্যাডমিট কার্ডও।