ভোট গ্রহণ শুরুর আগেই রাজ্যকে আধাসেনার নিরাপত্তায় মুড়ে দিতে চলেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোটের আগেই রাজ্যে সাড়ে ৬০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ২৫ মার্চের মধ্যেই রাজ্যে দফায় দফায় সাড়ে ছশ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ভোট ঘোষণার আগে থেকেই বাহিনী আসা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১১৮ কোম্পানি রাজ্যে এসে পৌঁছেছে। রাজ্যের বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল যে বিধানসভা নির্বাচন কোনভাবেই যাতে রাজ্য পুলিশ দিয়ে না করানো হয়। কারণ রাজ্য পুলিশের ওপর বিরোধী দলগুলির কোনরকম ভরসা নেই, তারা বারবার রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। গত লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।