কলকাতা

বেলডাঙা দুই গোষ্ঠীর সংঘর্ষে নিয়ে কড়া পদক্ষেপ করল পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা রাত জাগলেন মুখ্যমন্ত্রী

বেলডাঙা নিয়ে কড়া পদক্ষেপ করল পুলিশ। খবর পাওয়ার পরেই রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পাঠান রাজ্য পুলিশের ডিজিকে। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন সেখানকার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ফলে বড় কোনও অঘটন ঘটার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্যত প্রশাসনের তৎপরতায় দ্রুত শান্তি ফিরে আসে এলাকায়। নতুন করে অশান্তি যাতে না ছড়ায়, সেদিকেও কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন।  প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যে কোনও রকমের অশান্তি হতে পারে। পাশাপাশি, তখনই জানিয়েছিলেন, অশান্তির চেষ্টা হলে পুলিশ কড়া হাতে নিজের কাজ করবে। এ রাজ্যে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। এক্ষেত্রেও, মুখমন্ত্রী নিজে শনিবার সারা রাত জেগে গোটা বিষয়ে নজর রেখেছিলেন। পুলিশ প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সে বিষয়ে নিশ্চিত করেছিলেন। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার পিছনে বিজেপির মদত আছে। এই আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, সেই সুর শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকেও।  শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পক্ষের বিক্ষোভের জেরে বেলডাঙা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন। রাত থেকে বেলডাঙার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত বলেও পুলিশ সূত্রে খবর। রবিবার সকাল থেকে অবশ্য থমথমে এলাকা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।