ভক্তদের জন্য সুখবর। আজ বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। তবে করোনা আবহে মঠে আসতে গেল বেশকিছু নিয়মকানুন দর্শণার্থীদের মানতে হবে। কোভিড যেহেতু বড় বালাই, তাই মঠের সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। প্রসাদ বিতরণ হবে না। মঠের চারটি গেস্টহাউসে এখনই পরিষেবা মিলছে না। মূল মন্দিরে ধ্যানে বসা যাবে না। সন্ধ্যা আরতি দর্শনেরও কোনও ব্যবস্থা থাকছে না। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মঠে থাকতে পারবেন। ১৯২ দিন লকডাউনের জেরে বন্ধ ছিল বেলুড় মঠ। তারপর চালু হলেও এতদিনে মিলল দর্শণার্থীদের প্রবেশের অনুমতি।