দীর্ঘদিন পর বেলুড় মঠের দরজা ভক্তদের জন্য খুলেছে চলতি সপ্তাহেই। নির্দিষ্ট কোভিডবিধি মেনে এতদিন দর্শকরা মঠে ঢুকতে পারলেও বেশি ভিড় এড়াতে আগামী ৩০ আগস্ট, জন্মাষ্টমী উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ। মঠ কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। মঠ সূত্রে জানা গিয়েছে, যদিও শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান ও সমস্ত রীতিনীতি অনুযায়ী পালন করা হবে বেলুড় মঠে। পুজোর অনুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে। পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ। জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখা যাবে বেলুরমঠের ইউটিউব চ্যানেলে।