কলকাতা

রামকৃষ্ণ জন্মজয়ন্তী উপলক্ষে খোলা থাকবে বেলুড় মঠ

গত প্রায় দু’বছর করোনার কারণে বেলুড় মঠে উৎসবের দিনগুলিতে প্রবেশ করতে পারেননি ভক্তরা। এবার শ্রী মা সারদার জন্মতিথিতেও সেই বিধি-নিষেধ জারি ছিল। দীর্ঘ সময় পরে এবার রামকৃষ্ণ জন্মজয়ন্তীতে মঠে যেতে পারবেন তাঁরা। রামকৃষ্ণ জন্মজয়ন্তীতে ৪ মার্চ স্বাভাবিক নিয়মে খোলা থাকছে বেলুড় মঠ। করোনা বিধি মেনে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে জন্মতিথি উপলক্ষে যে সাধারণ উৎসব ও মেলা হয়, তা এবছর হচ্ছে না। তাই ১৩ মার্চ, রবিবার বন্ধ থাকবে বেলুর মঠ প্রাঙ্গণ। সোমবার একটি নির্দেশিকায় বেলুড় মঠ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ৪ মার্চ মঠে প্রবেশের জন্য মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট এবং বিকেলে ৩টে ৩০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।