আজ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ। পূর্ব ঘোষণা মতো এ দিন ফের খুলে দেওয়া হল মঠের দরজা । তবে মঠের ভিতরে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে কড়া কোভিড বিধি। কোভিড বিধি মেনে চললে তবেই মঠে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে ৷ মঠ খুললেও কমিউনিটি কিচেন আপাতত চালু হচ্ছে না ৷ আজ সকাল 7টায় দর্শনার্থীদের জন্য খোলা হয় বেলুড় মঠ ৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা ৷ মঠ সূত্রে জানা গিয়েছে, আগের মতোই কোভিড বিধিনিষেধ মেনে দর্শনার্থী ও ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন ।