রাজ্যজুড়ে ১৫ সেপ্টেম্বর থেকে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর খাদ্য দফতর। দুয়ারে রেশন ‘পাইলট প্রজেক্ট’-এর কর্মসূচি পরিদর্শন করতে রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় রেশন দোকানে যাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশনের সামগ্রী। আপাতত ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে রাজ্যজুড়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছেহয়েছে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে ধীরে ধীরে সর্বোত্র এই প্রকল্প চালু করেতে চায় খাদ্য দফতর। অক্টোবর থেকে শুরু হচ্ছে উৎসবের মরসুম। রয়েছে বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজো। ওই মাসে বেশ কয়েকদিন ছুটিও থাকবে। তাই অক্টোবরে সব মিলিয়ে মোট ৮ দিন মিলবে দুয়ারে রেশন পরিষেবার সুবিধা।