কলকাতা

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ নিয়ে ধোঁয়াশা!

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে পারে। নবান্ন সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তবে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আরও বেশ কয়েকদিন পরে। পশ্চিমবঙ্গে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারের এই বাজেট হবে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ ফলে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক ঘোষণা এবং চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক জানান, আগে ঠিক ছিল এই বছরে বাজেট অধিবেশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি। কিন্তু পরে ১২ ফেব্রুয়ারি অধিবেশনের সম্ভাব্য প্রথম দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছে, তিনি উত্তরবঙ্গ শহর থেকে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।