কলকাতা

তামিলনাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুর মাদুরাইতে ট্রেনে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত কমপক্ষে ২০ জন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। শনিবার এই দুর্ঘটনা ঘটে IRCTC-র বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে। এই দুর্ঘটনায় শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঘন ঘন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, “আমি কি রেলওয়ে কর্তৃপক্ষকে আরও সতর্ক-নিরাপদ এবং মানুষের জীবন সম্পর্কে কম নির্বিকার হওয়ার আহ্বান জানাতে পারি?” ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “রেলে আরেকটি বিধ্বংসী ঘটনা। মাদুরাইয়ে (তামিলনাড়ু) একটি ট্রেনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ২০ জন গুরুতর জখম হয়েছেন! আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করি। আশা করি এর সঠিক তদন্ত হবে।” ভারত গৌরব এক্সপ্রেস উত্তরপ্রদেশের লখনউ থেকে রামেশ্বরম যাচ্ছিল। বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে। ট্রেনটি মাদুরাই স্টেশনের এক কিলোমিটার আগে কারশেডের কাছে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় একটি কামরায় আগুন লাগে। আগুন হু হু করে ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। তাতেই মৃত্যু হয় একাধিকের।