কলকাতা

আগামী ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধির মেয়াদ বাড়ল, কমল নাইট কারফিউ-র সময়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ অগাস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না। লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না, অনেকেই এই প্রশ্ন তুলছেন। এদিন সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে তিনি জানালেন, “অনেকেই বলছেন লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না। জানি, অনেকেরই কষ্ট হচ্ছে। কিন্তু টিকাকরণ আরও একটু সম্পন্ন হলে তবেই ট্রেন চালানোর ঝুঁকি নিতে পারবে সরকার। গ্রামে-গঞ্জে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। ৮০ শতাংশ সম্পূর্ণ হলে ট্রেন চালানোর অনুমতি দিতে পারে সরকার।” মুখ্যমন্ত্রী বলেছেন, আরও ১৫ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন। অর্থাৎ ৩১ অগাস্টের পর থেকে লোকাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।  

এক নজরে দেখে নেওয়া যাক কী বললেন মুখ্যমন্ত্রী‌‌‌

• অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হয়েছে। আরও কয়েক টা দিন কষ্ট করতে হবে। কারণ এটা মানুষের জীবনের বিষয়। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।
• এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে নাইট কারফিউ চলছিল। কিন্তু ১৬ আগস্ট থেকে তার সময় বদলাচ্ছে। সাধারণ মানুষের দাবি মেনে রাত ১১ থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকবে না। এতে মানুষের কোনও অসুবিধা হবে না। আগে রাত ৯টা থেকে চালু হত বিধিনিষেধ।
• নাইট কারফিউ এখন আরও জোরদার। সে সময় রাস্তায় গাড়ি চলায় নিষেধাজ্ঞা। তবে জরুরি পরিষেবার যানে ছাড়।
• তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছু দিন মানুষকে কষ্ট করতে হবে। সংক্রমণের হার কমেছে বাংলায়।
• গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। শহরে টিকাকরণের হার খুব ভালো।
• টিকা পাচ্ছি না, তাও সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি।
• সুইমিং পুল, অডিটোরিয়াম, খেলার জায়গা— ইত্যাদিতে আগে ৫০ শতাংশ লোক থাকতে পারতেন। এখন সেই জায়গাগুলোতে পুরোটাই ছাড় দেওয়া হল। অর্থাৎ সব আসনই ভর্তি করা যাবে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/388382146288168/