জেলা

আগামীকাল তৃণমূলে যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি

তৃণমূলে যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আগামীকাল হুগলির সাহাগঞ্জে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই শাসকদলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলারও যোগ দিতে পারেন তৃণমূলে। উত্তরপাড়ার বাসিন্দা লাল–হলুদের প্রাক্তন ফুটবলার সৌমিক দে–কে নিয়েও শুরু হয়েছে জল্পনা। কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রীপদ ছেড়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, মনোজকে যোগদান করিয়ে এবার চমক দিতে চাইছে রাজ্যের শাসকদল। বাংলার প্রাক্তন অধিনায়ক নাকি নিজেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শীঘ্রই রাজনীতিতে প্রবেশ করতে পারেন তিনি। যদিও, সরকারিভাবে মনোজের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সাম্প্রতিককালে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঘনঘন বৈঠক করছিলেন মনোজ তিওয়ারি । চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাসে অরূপ বিশ্বাস রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ ক্রীড়াবিদদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানেও হাজির ছিলেন মনোজ তিওয়ারি ৷সূত্রের খবর, বুধবার হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা করার কথা, সেই জনসভাতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন মনোজ। বাংলার এই ক্রিকেটার এখনও ক্রিকেট থেকে অবসর না নিলেও এই মুহূর্তে চোটের জন্য বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন না। শোনা যাচ্ছে, হুগলির কোনও একটি কেন্দ্র থেকে মনোজকে ভোটে দাঁড় করানোর ব্যাপারেও মনস্থির করে ফেলেছে শাসকদল। সেক্ষেত্রে নির্বাচিত হয়ে আসার পর ক্রিকেট ছাড়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন একসময় জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার। মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া সৌমিক দে-ও আগামীকাল তৃণমূলে যোগ দিতে পারেন।