ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে দেবাঞ্জন দেব সহ আরও ৫ জনকে। এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তে নামছে ইডি। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি ইডির আধিকারিকরা এই মর্মে ই-মেল করেছে কলকাতা পুলিশকে। এমনটাই খবর ইডি সূত্রে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সমস্ত মামলার যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কাছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাত্ ইডির আধিকারিকরা কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছেন যে দেবাঞ্জন দেবের নামে কোন কোন থানায় এখনও পর্যন্ত মোট কটি এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশের তদন্তে ঠিক কী কী পাওয়া গিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে ইডির পক্ষ থেকে গতকালই ই-মেল করা হয়েছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের থেকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মামলার যাবতীয় তথ্য খতিয়ে দেখতে চাইছেন ইডির আধিকারিকরা। এরপর ইডির আধিকারিকরা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আর্থিক প্রতরণার মামলা রজু করা হবে। ইডি সূত্রে খবর, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আর্থিক তছরূপ আইনের আওতায় এফআইআর দায়ের করা হবে। সেইমতো তদন্ত চলবে। প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য বিজেপি নেতারা সিবিআই-ইডির গোয়েন্দাদের তদন্ত করাতে বলছে। বিজেপির দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করালেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের যাবতীয় সত্যিটা সামনে আসবে।