কলকাতা

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যের নিজস্ব সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ করার প্রস্তাব

রাজভবন এবং বিজেপি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সুগত বসু, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একাধিক বিধায়ক। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে সেই কমিটিতে রাখা হলেও এবং বৈঠকে যোগ দেওয়ার বার্তা দেওয়া হলেও তিনি সেই বৈঠকে ছিলেন না।   বৈঠকের পর ইতিহাসবিদ সুগত বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘স্বাধীনতা ও দেশভাগের ইতিহাস এবং বাংলার সম্মিলিত সংস্কৃতির কথা মাথায় রেখে পরামর্শ দিয়েছি।’ অন্যদিকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যপালের ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানকে আমরা স্বীকৃতি দিইনি। তাই নতুনভাবে আমরা আলোচনা করেছি। যে কমিটি গঠন করা হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে। তা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আর শুধু একটি দিন পালনই নয়, জাতীয় সংগীতের আদলে পশ্চিমবঙ্গের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’। অনেক রাজ্যের থাকলেও পশ্চিমবঙ্গের নিজস্ব সঙ্গীত নেই। এবার সেটা হলে ভালো হবে। বেশ কয়েকটি গানও ভাবা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলাদা কমিটি তৈরি হতে পারে।’  জানা গিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির তরফে পয়লা বৈশাখের মতো শুভ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হলেও এখন তা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু – এই কয়েকটি রাজ্যের আলাদা ‘রাজ্য সংগীত’ আছে। এবার বাংলাতেও তা হতে চলেছে। দৌড়ে এগিয়ে থাকছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি।