কলকাতা

ফের রাজ্য পুলিশে রদবদল, বদলি ৩৩৩ সাব ইন্সপেক্টর

লোকসভা নির্বাচন। তার আগে আইপিএস এবং WBCS স্তরের অফিসারদের বদলি করা হয়েছিল কিছুদিন আগেই। এবার সাব ইনস্পেক্টর পদে বিরাট রদবদল। বুধবার নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ৩৩৩ জন সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে অন্যত্র। তবে শুধু পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এই নির্দেশ জারি করা হবে অদূর ভবিষ্যকে, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্য, ভোটের আগে পুলিশ এবং প্রশাসনিক স্তরে সাধারণত রদবদল হয়ে থাকে। কোনও আধিকারিক যদি একটি নির্দিষ্ট জায়গায় খুব বেশিদিন পোস্টেড থাকেন সেক্ষেত্রে তাঁকে ভোটের আগে বদলি করতে হয় নিয়ম মোতাবেক। ফলে গত কয়েক দিন পুলিশি রদবদল সেই কারণে বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোল দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই বদলি করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশে ১৯৫ অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলেও সোমবার নির্দেশিকা জারি করা হয়েছিল বদলি সংক্রান্ত। নবান্নের তরফে জানা গিয়েছে, নির্বাচনের আগে এই ধরনের বেশ কিছু প্রশাসনিক বদলি হতে পারে এবং তা একেবারেই রুটিন বদলি বলে নিশ্চিত করছেন তাঁরা। সার্ভিস রুল মোতাবেক এই বদলি। সাধারণত, আধিকারিকদের নিজেদের জেলাতে পোস্টিং দেওয়া হয় না। এই সংক্রান্ত নির্দেশ ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়।