কলকাতা

বিধানসভার বাজেট অধিবেশনের ভাষণ সম্প্রচার নিয়ে টুইট রাজ্যপালের

আগামীকাল দুপুর দুটোয় রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন ৷ তার আগে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে বিধানসভা অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল ৷ এবার যেন তেমনটা না হয়, তাই টুইট করেন ধনকড় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে আজ দুপুর দুটোয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন রাজ্যপাল ৷ সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করেন ৷ আগে বহুবার তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে ৷ এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান ৷ এবার যেন তেমনটা না হয় ৷ রাজ্যপালের অফিসের মর্যাদা রক্ষা করে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন তিনি ৷

https://twitter.com/jdhankhar1/status/1500347276891361281