ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ ছাড়ের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটির পাশাপাশি জমি, বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড়ের মেয়াদও বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। বুধবার বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় থাকবে। উল্লেখ্য এর আগে স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বাড়িয়েছিল রজ্যের অর্থ দফতর। ২৯ ডিসেম্বর, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় কোভিড পরিস্থিতির কারণে রাজ্যের আর্থিক অবস্থা ধীরগতির সম্মুখীন। তাই, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ছাড়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২% হারে স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় অর্থ দফতর। একইসঙ্গে ১০% সার্কেল রেট ছাড়েরও মেয়াদ বাড়ানো হয় ৩১ জানুয়ারি পর্যন্ত। কোভিড অতিমারীর কারণে সাধারণ মানুষের পরিষেবা এবং আবাসন ক্রেতাদের সুরাহা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। অন্যদিকে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে রাজ্য সরকার গত সেপ্টেম্বর মাসে রেকর্ড আয় করেছে। ওই মাসে রাজ্য সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা ঢুকেছে। গত বছর সেপ্টেম্বর মাসে স্ট্যাম্প ডিউটি খাতে আয় হয়েছিল ৭৪২ কোটি টাকা। কিন্তু চলতি বছরে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের কথা ঘোষণার পর তুলনামূলক ভাবে কম পয়সায় তাঁদের জমি, বাড়ি, ফ্ল্যাট রেজিস্ট্রি করান। ফলে লাভের পরিমাণ অনেকটা বেড়ে যায় রাজ্যের। এর আগেও স্ট্যাম্প ডিউটির ছাড়ের মেয়াদ বাড়িয়েছিল নবান্ন, ফের একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল বাজেটে।