জেলা

প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গতদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ ২৪ পরগনায় ৪টি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার

প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গতদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ ২৪ পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার । দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন গত জুলাই মাসে এই চারটি হেলিপ্যাড (Helipad) তৈরির প্রস্তাব পাঠান পরিবহণ দফতরের কাছে । সেখানে তিনি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনা ৷ তাই এই জেলায় জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা উচিত ৷ সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই

প্রস্তাব মতো হেলিপ্যাড তৈরির সবুজ সংকেত দিয়েছেন ৷ পূর্ত দফতরকে হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার-২ ব্লকে এই হেলিপ্যাডগুলি তৈরি করা হবে । প্রশাসন সূত্রে খবর, চারটি হেলিপ্যাড তৈরিতে ছয় একর জায়গাও চিহ্নিত হয়েছে ৷ গোসাবা গ্রাম পঞ্চায়েতে কৃষক বাজারের জন্য নির্ধারিত মাঠ, পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ও ডায়মন্ডহারবার-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেলিপ্যাড তৈরি করা হবে বলে আপাতত ঠিক হয়েছে ।